নমুনা ফর্ম- ৬
অভিযোগ গঠন
{৭(১) ধারা অনুযায়ী}
জনাব/ বেগম……………………………………………………………., এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কার্যালয়, জেলা……………………………………..-এর আদালত।
মোবাইল কোর্ট মামলা নম্বর-…………………….. তারিখঃ ………… সন ………………….।
আমি[1]………………………………………………………………… এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, মানিকগঞ্জ –
এতদ্বারা আপনি জনাব/ বেগম** ——————————-কে নিম্নলিখিত রূপে অভিযুক্ত করছি যে, আপনি ……………………..তারিখে আনুমানিক………………ঘটিকায় ———— স্থানে ……………………… করেছেন এবং এর দ্বারা বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ, ১৯৫৯ এর ৬(১) ধারার অধীনে অপরাধ করেছেন এবং তা আমার কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে বিচার্য ।
এতদ্বারা আমি নির্দেশ দিচ্ছি যে, এই অভিযোগে আপনার বিচার অনুষ্ঠিত হবে।
গঠিত অভিযোগ আপনাকে পাঠ ও ব্যাখ্যা করে শুনানো হয়েছে এবং আপনি তা শুনেছেন। .
প্রশ্নঃ আপনি কি আপনার বিরুদ্ধে গঠিত অভিযোগ স্বীকার করেন?
উত্তরঃ আমি আমার বিরুদ্ধে গঠিত অভিযোগ স্বীকার করি। আমি ভবিষ্যতে আর এমন অপরাধ করব না। আমি ক্ষমা চাই।
| অভিযুক্ত ব্যক্তির স্বাক্ষর/ টিপসই | এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর ও তারিখ |
আমাদের উপস্থিতিতে অভিযুক্ত ব্যক্তি অভিযোগ স্বীকার করলেন এবং
স্বীকারোক্তিতে স্বাক্ষর করলেনঃ
১। স্বাক্ষরঃ ………………………………………..
নামঃ ………………………………………….
পিতার নামঃ …………………………………
ঠিকানাঃ ………………………………………
২। স্বাক্ষরঃ ………………………………………..
নামঃ ………………………………………….
পিতার নামঃ …………………………………
ঠিকানাঃ ………………………………………
| সিলমোহর | এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর ও তারিখ |
[1] এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নাম
[1][1] অভিযুক্ত ব্যক্তির নাম
